আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিটের পক্ষে আদালতে ছিলেন অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম।
এর আগে ৩ ডিসেম্বর তিনি রিটটি দায়ের করেন। রিটে নির্বাহী বিভাগ থেকে নির্বাচন কমিশনের সচিব, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ অবৈধ ঘোষণা এবং ইলেক্টোরাল সার্ভিস কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়। রুল জারি ও রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের কার্যক্রম স্থগিত রাখার আবেদনও করা হয়েছিল।
রিটকারী বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করেন।
রিটে বলা হয়, সংবিধান অনুযায়ী নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের হলেও বাস্তবে দায়িত্ব দেওয়া হচ্ছে নির্বাহী বিভাগকে—যা বিতর্ক সৃষ্টি করছে। জেলা প্রশাসক ও ইউএনওদের রিটার্নিং কর্মকর্তা নিয়োগের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না সে বিষয়ে রুল চান তিনি।
অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম বলেন, নির্বাহী বিভাগ সরকারের প্রভাবমুক্ত নয়। তারা নির্বাচন পরিচালনা করলে আরেকটি প্রভাবিত নির্বাচন হওয়ার আশঙ্কা রয়েছে। জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্বে যুক্ত করা এবং বর্তমান সচিবকে অপসারণ ছাড়া নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।



