বিনোদন

শিল্পীদের দেশ ছাড়ার কারণ জানালেন মিশা সওদাগর

মোহনা অনলাইন

সিনেমা, নাটক, সংগীতসহ বাংলাদেশের বিনোদন নানা অঙ্গনের অনেক তারকা সাম্প্রতিক সময়ে পাড়ি জমাচ্ছেন বিদেশে। কেউ স্থায়ীভাবে সেখানেই বসবাস শুরু করেছেন, কেউ আবার দেশে এসে সীমিত পরিসরে কাজ করছেন। এই বাড়তে থাকা প্রবণতা নিয়ে মুখ খুললেন চলচ্চিত্রশিল্পী সমিতির সভাপতি ও জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে অংশ নিয়ে মিশা সওদাগর জানান, শিল্পীদের কর্মসংস্থান সংকুচিত হয়ে আসাই তাদের দেশ ছাড়ার প্রধান কারণ। বলেন, ‘কাজ না থাকলে শিল্পীদের কী করার আছে? এক সময় আমরা সকাল থেকে রাত পর্যন্ত এফডিসিতে শুটিং নিয়ে ব্যস্ত থাকতাম। এখন সেই এফডিসি প্রায় নিস্তব্ধ। যারা দেশ ছেড়েছেন, তাদের কারও কি যাওয়ার খুব ইচ্ছে ছিল? অমিত হাসান, মৌসুমী, ইমন, মাহিয়া মাহি বা আলেকজান্ডার বো- তারা এখন বিদেশে। কাজ থাকলে তারা কেউই যেতেন না।’

মিশা সওদাগর শিল্পীদের সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতার কথা উল্লেখ করে বলেন, ‘একজন শিল্পীর কাজ থাকুক বা না থাকুক, তাকে অনেক কিছু মেইনটেইন করে চলতে হয়। তার গেটআপ, ভালো পোশাক, গাড়ি বা থাকার পরিবেশ বজায় রাখা জরুরি। দিনশেষে শিল্পীরাও তাদের পরিবারের জন্য কাজ করেন। ইনকাম যখন পুরোপুরি বন্ধ হয়ে যায়, তখন পরিবারের টিকে থাকার লড়াইয়ে শিল্পীদের সামনে বিদেশ যাওয়া ছাড়া আর কোনো বিকল্প থাকে না। প্রবাসে গেলে অন্তত কাজ করে সম্মানের সাথে পরিবার চালানো যায়।’

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে অমিত হাসান, সাইমন সাদিক, জায়েদ খান, মাহিয়া মাহি, সাজু খাদেমসহ অনেক তারকাই বিদেশের স্থায়ী নাগরিকত্ব বা দীর্ঘমেয়াদী থাকার সুযোগ নিয়েছেন। খোদ মিশা সওদাগরের পরিবারও বর্তমানে যুক্তরাষ্ট্রে স্থায়ী। অভিনয়ের প্রয়োজনে তিনি দেশে থাকলেও বছরের বড় একটি সময় তাকে মার্কিন মুলুকেই কাটাতে হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button