চট্টগ্রামে ২ হাজার লিটার ভোজ্যতেল জব্দ
চট্টগ্রাম প্রতিনিধি
ঈদের আগে কিনে রাখা তেল সরকার নির্ধারিত নতুন দামে বিক্রি করার জন্য মজুত করে রাখা হয়, চৌমুহনী কর্ণফুলী মার্কেটের দুই দোকানদার।
আজ দুপুরে গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে দুই হাজার লিটার সয়াবিন তেল পাওয়া যায়। এসময় দুই প্রতিষ্ঠান মালিককে এক লক্ষ ষাট হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে দোকানে মজুত রাখা তেল ন্যায্যমূল্যে সাধারণ মানুষের কাছে বিক্রি করা হয়। একইসঙ্গে একটি দোকান সিলগালা করে দেওয়া হয়।
তবে দোকানদার মজুত করার কথা অস্বীকার করেন। পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী-পরিচালক নাসরিন আক্তার । তিনি বলেন, অবৈধ ভাবে মজুত রাখায় দুই হাজার লিটার সয়াবিন তেল জব্দ করি। এগুলো ঈদের আগে কিনে রাখা ছিল। জব্দ হওয়া এসব তেলের বোতল আগের দামে ৭৬০ টাকায় সাধারণ মানুষের মধ্যে বিক্রি করে দেওয়া হয়েছে।