কালিয়াকৈরে কারখানা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ
কালিয়াকৈর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে পর্ব চান্দরা এলাকায় শ্রমিকদের বেতন ও ঈদ বোনাস না দিয়ে কারখানা বন্ধ, প্রতিবাদে তৃতীয় দফায় শ্রমিকদের বিক্ষোভ।
কাজ বন্ধের ষড়যন্ত্র মূলক বে-আইনী নোটিশ বাতিল করে উৎপাদন চালু ও সাত কর্ম দিবসের মধ্যে বকেয়া বেতন দিতে হবে এমন দাবী নিয়ে সকালে এপেক্স উইভিং এন্ড ফিনিশিং মিলস লিঃ এর গেইটের সামনে শ্রমিকরা অবস্থান করে।
এসময় শ্রমিকরা বলেন ঈদের আগে বেতন না দিয়ে কারখানার কর্মরত শ্রমিকদের ছুটি দেয়া হয়। ঈদ পরবর্তী কারখানা খুলে দেয়ায় কথা থাকলেও সকালে শ্রমিকরা কর্মস্থলে কারখানা মূল ফটোকে বন্ধের নোটিশ সহ তালাবদ্ধ অবস্থায় দেখতে পায়। এসময় শ্রমিক ও শ্রমিক ইউনিয়ন পরিষদের নেতারা উর্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলতে চাইলে তারা কথা বলতে রাজি না হলে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে পরে।
শ্রমিক অসন্তোষে খবর পেয়ে ঘটনাস্থলে কালিয়াকৈর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এসে শ্রমিকদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।