পুলিশ সদস্যের হাতের কব্জি কেটে নেওয়া সেই আসামি গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার
সুমন কুমার দে: চট্টগ্রাম প্রতিনিধি
পুলিশ সদস্যের হাতের কব্জি কেটে নেওয়া সেই আসামি গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার সাম্প্রতিক সময়ে চট্টগ্রামের লোহাগাড়া থানার পুলিশ সদস্যের হাতের কব্জি কেটে নেওয়ার ঘটনায় দায়ের করা মামলার মূল আসামি কবিরকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল রাতে লোহাগাড়া উপজেলার পাহাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ সকালে র্যাব ৭ সিপিসি-৩ চান্দগাঁও ক্যাম্প ক্যাযলয়ে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন সংবাদ সম্মেলনে বিস্তারিত তোলে ধরেন।
এরআগে, গত ১৬ মে সকালে লোহাগাড়া থানার এসআই ভক্ত দত্তের নেতৃত্বে পুলিশের একটি টিম পরোয়ানাভুক্ত আসামি কবির আহমদকে গ্রেপ্তার করতে পদুয়া ৯ নম্বর ওয়ার্ডের আধারমানিক লালারখিল এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কবির আহমদের বাহিনী ধারালো অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা চালায়। তাদের ধারালো দায়ের কোপে পুলিশ কনস্টেবল জনির বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। একই ঘটনায় আরো এক কনস্টেবল আহত হন। ঘটনার পর পরই পালিয়ে যান আসামি কবির আহম্মদ।