বটতলায় নির্মিত দোকান ভেঙে দিয়েছে প্রশাসন, ৫ ব্যবসায়ীকে জরিমানা
আলফাজ সরকার আকাশ, শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার কেওয়া বাজারে সরকারি জায়গা দখল করে তৈরি দোকান ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন। একই সাথে ভ্রাম্যমাণ আদালতে ওই বাজারের পাঁচজনকে অর্থদণ্ড দেওয়া হয়। সোমবার(৩০ মে) সন্ধ্যার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল কুমার হালদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে মোট পাঁচটি মামলায় ৫ জনকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সেখানে সরকারি জায়গা দখল করে তৈরি দোকান ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে। অচিরেই বাজারের মূল জায়গা শনাক্ত করে সে অনুযায়ী সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করবে প্রশাসন।
শ্রীপুর উপজেলা প্রশাসন সূত্র জানায়, কেওয়া বাজারে সরকারি জমিতে গড়ে উঠা ঐতিহ্য বটতলা দখল করে কে বা কারা স্থাপনা নির্মাণ করেছিল। গোপন সংবাদে এ তথ্য জানতে পারে উপজেলা প্রশাসন। পরে সোমবার সেখানে আকস্মিক অভিযান চালানো হয়। অভিযানে ঘর তৈরি বিষয়টির বাস্তবতা পাওয়া যায়। পরে সেটি ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়। তবে স্থাপনা তৈরীর সঙ্গে কারা জড়িত তা তাৎক্ষণিক শনাক্ত করা যায়নি। সূত্র আরও জানায়, একই সময় কেওয়া বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়। এ সময় স্থানীয় ব্যবসায়ী মোঃ আনোয়ারকে ৫ হাজার, মোঃ কলিমকে ৪ হাজার, মোঃ মাসুমকে ৫হাজার রুহুল আমিনকে ৫ শ, মোঃ সবুজকে ৫ শ টাকা জরিমানা ঊহয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল কুমার হালদার মোহনা টেলিভিশন অনলাইনকে বলেন, অবৈধ স্থাপনা ভেঙে দেয়া হয়েছে। এছাড়া বাজার কমিটির সাথে যোগাযোগ করেছি। তাদের নিয়ে বসে বাজারের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।