নাটোরে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত
নাটোর প্রতিনিধি: মোঃ রাশেদুল ইসলাম
নাটোরে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে কালেক্টরেট ভবনের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে ফিরে আসে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শামীম আহমেদেও সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রহিমা খাতুন,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মহসিনসহ কর্মকর্তাবৃন্দ।
এ সময় বক্তারা তামাকমুক্ত বিশ্ব গড়তে তামাক চাষে কৃষকদের নিরুৎসাহিত করার সাথে সাথে ব্রিটিশ টোবাকো কোম্পানীর সাথে চুক্তি বাতিলের ওপর গুরুত্ব আরোপ করেন। তারা তামাকের ভয়াল থাবা থেকে মুক্ত থাকতে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান।