বগুড়া আল জামিউল বনি নামে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থী ছুরিকাঘাত নিহত
বগুড়া প্রতিনিধি : আতিক রহমান
শুক্রবার বিকেল সাড়ে ৬ টার দিকে কলোনী বটতলা এলাকায় ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসাপাতালে মারা যান এই শিক্ষার্থী।
নিহত ২২ বছরের জামিউল মালতিনগরের আনিছুর রহমানের ছেলে এবং বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্সের ৫ম সেমিস্টারের শিক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করেন ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির এএসআই সাইরুল ইসলাম। তিনি জানান, জামিউল নামে ওই শিক্ষার্থীকে গুরুতর আহত অবস্থায় সন্ধ্যা সাতটার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। এর আধাঘণ্টা পর তিনি মারা যান। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাত ছিল।
কলোনী এলাকার স্থানীয়রা জানান, নিহত তরুণকে কেউ চেনে না। কয়েকজন যুবক বিকেলের দিকে বটতলার মোড়ের ওপর তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এর এক পর্যায়ে ওই তরুণকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যান তারা। পরে আশেপাশের লোকজন আহতাবস্থায় ওই তরুণকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে যায় ।
নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে সদর সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপারসহ একাধিক কর্মকর্তা উপস্থিত হন।
এ বিষয়ে সদর থানার তদন্ত কর্মকর্তা পরিদর্শক জাহিদুল হক বলেন, হত্যার কারণ এখনও নিশ্চিত নয়। আমরা সব বিষয় খতিয়ে দেখছি। জড়িতদের ধরতে অভিযান চলছে।