ব্রাজিল আর্জেটিনাকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লায় পূর্বশত্রুতা ও ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’গ্রুপের সমর্থকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আলীগঞ্জ এলাকায় দফায় দফায় হামলায় দুই গ্রুপেরই বাড়িঘর ভাংচুর করা হয়েছে। এতে উপজেলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির সহ উভয়পক্ষের নারীসহ ১৫ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুইদিন আগে ব্রাজিল ও আর্জেন্টিনার ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। এনিয়ে দুদিন ধরেই তাদের মধ্যে উত্তেজনা চলছিল।
বুধবার বিকেলে উভয় গ্রুপের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ফাতেমা মনির তার ছেলে সাবেক ছাত্রলীগ নেতা ফাহিম ও মেয়ের জামাতা সহ মারধরে আহত হয়।
খবরপেয়ে ফাতেমার সমর্থকরা প্রতিপক্ষ নাসিরের বাড়িতে হামলা চালায় এতে কয়েকজন আহত হয়। আহতরা প্রত্যেকেই বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসাধীন। খবরপেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) মাসুদ রানা জানান, পূর্বশত্রুতা ও ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি এখন শান্ত। উভয় পক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।