রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র, ইয়াবা ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্বার

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র, ইয়াবা ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্বার সহ ২ রোহিঙ্গা সন্ত্রাসী মোহাম্মদ হোসেন জাহেদ হোসেন নামে ২রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
গতকাল রাতে উখিয়ার বালুখালী ১৮নং রোহিঙ্গা ক্যাম্পের এম ব্লকে অভিযান চালিয়ে অস্ত্র ও ইয়াবাসহ রোহিঙ্গাদের আটক করা হয়।
৮ এপিবিএন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সিহাব কায়সার খান সত্যতা নিশ্চিত করতে জানান, অভিযান চালিয়ে স্থান থেকে ১টি বিদেশি অস্ত্র ও ৪৯১টি তাজাগুলি উদ্ধার করা হয়। ঘটনার পর ক্যাম্প এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এসব রোহিঙ্গা সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে বাড়ানো হয়েছে তৎপরতা। গোলাবারুদ উদ্ধার করা হলেও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।