রাজশাহী মহানগর পুলিশ রাত ৮টার পর দোকান বন্ধের প্রচারনায়
রাজশাহী প্রতিনিধি: মেহেদী হাসান শ্যামল

বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য রাত ৮টার পর সারা দেশের দোকান, শপিংমল, মার্কেট, বিপণি বিতান, কাঁচাবাজার বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় রাজশাহীতে সোমবার রাত আটটার মধ্যে সকল দোকানপাট বন্ধ করতে কাজ করছে পুলিশ প্রশাসন।
সরকারি নির্দেশেনা অনুযায়ী রাত আটটার মধ্যে দোকানপাট বন্ধ করনে প্রতিদিন তদারকি করা হবে , এছাড়াও রাত আটটার মধ্যে দোকানপাট বন্ধ না করলে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছেন রাজশাহী জেলা প্রশাসক ।
বিশ্বব্যাপী জ্বালানির অব্যাহত মূল্যবৃদ্ধির কারণে বিদ্যমান পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে পদক্ষপে গ্রহণের জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।
বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১১৪ ধারার বিধান কঠোরভাবে প্রতিপালন করে সারা দেশে রাত ৮টার পর দোকান শপিংমল মার্কেট বিপণীবিতান কাঁচাবাজার ইত্যাদি খোলা না রাখার বিষয়টি যথাযথভাবে নিশ্চত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে ।