বরিশালে ৩ নবজাতকের নাম রাখা হয়েছে স্বপ্ন,পদ্মা ও সেতু
নারায়নগঞ্জ,কুমিল্লার পর এবার বরিশালে জন্ম নেয়া ৩ কন্যার নাম স্বপ্নের পদ্মা সেতুর নামে স্বপ্ন,পদ্ম ও সেতু রাখা হয়েছে ।
আজ সকালে নগরীর সদররোডের মোকলেছুর রহমান হাসপতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে এই তিন শিশুকন্যার জন্ম হয়।
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের বাদল পাড়া গ্রামের বাসিন্দা ভাড়ায়চালিত মটরসাইকেল চালক মোঃ বাবু সিকদারের স্ত্রী নুরুন্নাহারকে আজ সকালে বরিশাল নগরীর সদররোডের মোকলেছুর রহমান হাসপতালে এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে ভর্তি করা হয় । সকাল ৯ টায় ডাঃ মুন্সী মুবিনুল হক জরুরী অস্ত্রপাচার করেন । সিজিারিয়ানের মাধ্যমে ৩ শিশুকন্যার জন্ম হয় । মা এবং ৩ শিশুকন্যা সুস্থ্য আছে বলে হাসপাতাল সুত্রে জানানো হয়েছে ।
এদিকে ৩ শিশুকন্যার বাবা বাবু সিকদার বলেন এই তিন কন্য জন্ম হওয়ায় আমরা খুশী এবং এই তিন কন্যা যেমন আমাদের মুখে হাসি ফুটিয়েছে তেমনি আমরা পদ্মা সেতু পেয়ে অনেক খুশী । এ জন্য ৩ সন্তানের নাম রাখলাম স্বপ্ন,পদ্মা ও সেতু ।
সকাল থেকে এই ৩ কন্যা সন্তানের জন্মের সংবাদ পেয়ে হাসপাতালে অনেক মানুষ ভীড় করে এই ৩ শিশুকে দেখার জন্য ।