শ্রীপুরে আখ খেতে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু!
আলফাজ সরকার আকাশ, শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার কেওয়া পশ্চিমখন্ড গ্ৰামের কড়ইতলা নামক স্থানে বজ্রপাতে হযরত আলী নামে একজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুন) বেলা এগারোটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত হযরত আলী (৪২)। তিনি পার্শ্ববর্তী বারোতোপা গ্রামের সাঈদ আলীর ছেলে। বজ্রাহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কড়ইতলা গ্রামের বাসিন্দা রাশেদুল ইসলাম মুঠোফোনে জানান, হযরত আলী বারোতোপা গ্রামের বাসিন্দা হলেও তিনি বেলা ১১ টার দিকে পার্শ্ববর্তী কড়ইতলা এলাকায় আখ ক্ষেতে ঘাস কাটতে গিয়েছিলেন। এসময় হালকা বৃষ্টি পড়ছিল। বৃষ্টির মধ্যেই তিনি ঘাস কাটছিলেন। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত ঘটে। শব্দের পরপরই আশপাশের লোকজন হযরত আলীকে মাঠে পড়ে থাকতে দেখেন। কাছে গিয়ে বুঝতে পারেন বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।
শ্রীপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড সদস্য মোঃ আমজাদ হোসেন বলেন, বজ্রপাতে হযরত আলী নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় তার মৃত্যু হয়। তিনি জানান, কড়ইতলা গ্রামে হযরত আলীর নিজের আখ খেত আছে। তার খেত থেকে গরুর জন্য ঘাস কাটতে এসেছিলেন তিনি। পরে বজ্রপাতে মারা যান।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান মনির মোহনা টেলিভিশন অনলাইনকে বলেন, এ ঘটনায় এখনো কেউ থানায় অবগত করেনি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।