স্ত্রীকে গলাকেটে হত্যা করে স্বামীর আত্মহত্যার চেষ্টা
রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি
শেরপুর স্ত্রীকে গলাকেটে হত্যা করে নিজে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে অসুস্থ অবস্থায় শেরপুর সদর হাসপাতালে পুলিশের তত্ত্বাবধানে ভর্তি রয়েছেন স্বামী শফিকুল ইসলাম। ঘটনাটি ঘটেছে শেরপুর সদর উপজেলার বয়রা পরানপুর গ্রামে।
২৯ আগস্ট সোমবার ভোর রাতে ঘাতক স্বামী শফিকুল ইসলাম (৩৮) তার শশুর বাড়িতে স্ত্রী পারভীন আক্তার (৩২) কে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটিয়েছে বলে যানা যায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল ঘটনার সত্যতা স্বীকার করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা চলমান আছে বলে জানান।