বান্দরবানে হত্যা মামলায় ৪জনের যাবজ্জীবন কারাদণ্ড
বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় জমি সংক্রান্ত বিরোধে শাহ আলম নামে এক শিক্ষককে হত্যার মামলায় ৪জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
২৯ আগস্ট (সোমবার) দুপুরে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে এলাহি ভূইয়া এই রায় দেন।
জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় ২০১৬সালের ডিসেম্বর মাসে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শাহ আলম নামে একজনকে পিটিয়ে হত্যা করে তার স্বজনেরা। এই ঘটনায় দায়ের করা হত্যা মামলায় দীর্ঘ শুনানী এবং স্বাক্ষী প্রমাণের ভিত্তিতে ৪জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয় জেলা ও দায়রা জজ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন আরিফ উল্লাহ,আছমা ছিদ্দিকা, মোজাফফর আহমদ, শাহনাজ বেগম।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে মোজাফফর আহমদ এবং আছমা সিদ্দিকা দুজন আসামী এখনো পলাতক রয়েছে।