মুন্সীগঞ্জে সেনা বাহিনীর ত্রান বিতরন
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট বিগ্রেডের তত্বাবধানে ও ৯ পদাতিক ডিভিশনের ব্যাবস্থাপনায় বন্যা উপদ্রুত এলাকায় খাদ্য ও পূনর্বাসন সামগ্রী বিতরন করা হয়েছে।
সোমবার সকাল ১০ টার দিকে মুন্সীগঞ্জের লৌহজংয়ের জামিয়া ওয়াহিদিয়া মাতিনিয়া কাজির পাগলা মাদ্রাসা মাঠে ও মেদিনিমন্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রায় দু”শত পরিবারের মাঝে চাল,ডাল,তেল,লবন,চিরা,মুড়ি ও পানিসহ প্রতি প্যাকেটে প্রায় ১২ কেজি খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
এ সময়ে উপস্থিথ থেকে এসব খাদ্য সামগ্রী বিতরন করেন ১৯ বিগ্রেডিয়ার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃআরিফুর রহমান পিএসসি, ক্যাপ্টেন এ,এস,এম সাজিদ,লেফটেন্যান্ট তানজিমুল হাসান হাউলদারসহ সেনাবাহিনীর কর্মকর্তা বৃন্দ।এর আগে লৌহজংয়ের কুমারভোগে তিনটি পরিবারকে ঢেউটিন ও ৩০ টি পরিবারের জন্য ১ টি গভীর নলকুপ প্রধান করা হয়।