শেরপুরে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের অভিযান ৫০টির মধ্যে ৭টি বন্ধ ঘোষণা
রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে শেরপুরে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করতে সোমবার (২৯ আগস্ট) দিনব্যাপী অভিযান চালিয়েছে জেলা স্বাস্থ্য অধিদপ্তর।
অভিযানে ৫০টির মধ্যে ৭টি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকগুলোতে বৈধ কাগজপত্র না থাকায় তাতক্ষনিক বন্ধ ঘোষণা করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগ জানায়, জেলায় ৫০ টি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক রয়েছে। এর মধ্যে ৭টি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন জেলা সিভিল সার্জন। তাৎক্ষণিক বন্ধকৃত প্রতিষ্ঠানগুলো হচ্ছে, বদ্ধন ডায়াগনস্টিক সেন্টার, আর এইচ ডায়াগনস্টিক সেন্টার, নিউ ইনসাফ ডায়াগনস্টিক সেন্টার, সিদ্দিক ডায়াগনস্টিক সেন্টার, সিরিয়া ডায়াগনস্টিক সেন্টার, সেন্ট্রাল ডায়াগনস্টিক সেন্টার, নিউ লাইফ প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার।
সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য বলেন, যারা ন্যূনতম কোন অনুমোদনের পরোয়া না করে ব্যবসা করছেন তাদের প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। অনিবন্ধিত সব অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান সিভিল সার্জন। অভিযানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।