সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ১
তারেক রহমান, চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি
অপরদিকে আহতরা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে থেকে চিকিৎসা নিচ্ছেন। মঙ্গলবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে শিংনগর সীমান্তের ৭২ নং পিলারের কাছে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মনাকষা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর সদস্য মো.সেরাজুল ইসলাম। তবে এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
ইউপি সদস্য মো.সেরাজুল ইসলাম জানান,মঙ্গলবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে শিংনগর সীমান্ত দিয়ে ১২-১৩ জনের একটি চোরাচালান দল গরু আনতে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। গরু নিয়ে ফেরার সময় ভারতের দৌলতপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় মো.শরিফুল ইসলাম ভোদুর। একই সময় গুলিবিদ্ধ হয়ে আহত হয় আরও দুই ব্যক্তি।
৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ জানান,সীমান্তে হতাহতের ব্যাপারে তাঁর কাছে কোনো তথ্য নেই। তারপরেও খোঁজ নেয়া হচ্ছে।
এর আগে ২১ ডিসেম্বর দিবাগত রাত ২টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)র ৭০ শশ্মানী ক্যাম্পের সদস্যদের গুলিতে নিহত হন উপজেলার আজমতপুর গ্রামের ইব্রাহীম আলী নামে এক যুবক। তাঁর মরদেহ এখনও ফেরৎ নেয়নি বিজিবি।