শেরপুরের শ্রীবরদীতে স্কুল ড্রেস বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীর বিলভরট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব মো, মাহবুবুর রহমান সুজা’র সৌজন্যে ওই স্কুলের সকল ছাত্রছাত্রীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১ টায় বিলভরট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন আলহাজ্ব মো, মাহবুবুর রহমান সুজা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার মো, জিয়াউল হক। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরিন বেগম ফাতেমা।
বিলভরট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, রানীশিমুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সহকারি উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মোতালেব, সাবেক ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো, আব্দুল হামিদ, বিলভরট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা পারভিন, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব মো, ছালাহ উদ্দিন রিপন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এমএ মোনায়েম, সহসভাপতি ওয়াছেক বিল্লাহ বিল্লাল, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহেল খসরু, ইউপি সদস্য মজিবর রহমান, সাবেক ইউপি সদস্য স্বপন মিয়া প্রমূখ।
সহকারি শিক্ষক ওয়াকিল তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা ছেলে মেয়েদের প্রতি আরো যত্নবান ও সঠিক সময়ে স্কুলে আসার সুযোগ করে দিতে অভিভাবকদের প্রতি আহবান জানান। পরে সকল শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়।