শেরপুরের ঝিনাইগাতীতে পানিতে ডুবে এক কলেজ পড়ুয়া ছাত্রের মৃত্যু
রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি
শেরপুরের ঝিনাইগাতীতে ইসমাইল হোসেন অন্তর (১৭) নামে এক কলেজ পড়ুয়া ছাত্র পানিতে ডুবে মারা গেছে। আজ বুধবার দুপুরে বাড়ির পাশে বুড়াপীড়ের দরগাহ বিলে গোসল করতে গেলে এ ঘটনা ঘটে।
মৃত অন্তর- ডাক্তার সেকান্দর আলী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ও মালিঝিকান্দা ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের আব্দুল কাশেমের ছেলে।
জানা যায়, ইসমাইল হোসেন অন্তর নানারবাড়ি বালিয়াপাড়া থেকে পড়ালেখা করে আসছে। আজ দুপুরে বন্ধুদের সাথে বাড়ির পাশে গোসল করতে গেলে সবার অজান্তে পানিতে ডুবে যায়। পরে তার বন্ধুরা খোঁজাখুঁজি করে মৃত অবস্থায় তাকে দেখতে পেয়ে উদ্ধার করে। এই ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভূঁইয়া। তিনি বলেন, ঘটনাটির তদন্ত চলছে।