পাবজি গেম খেলতে বাঁধা দেয়ায় গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মোবাইলে পাবজি গেম খেলতে বাঁধা দেয়ায় গলায় ফাঁস দিয়ে শাহ আলম নামে এক কিশোর আত্মহত্যা করেছে। রোববার সকাল ৭টার দিকে রহনপুর পৌর এলাকার পুরাতন প্রসাদপুর মহল্লাতে এ ঘটনা ঘটে। নিহত কিশোর  ওই এলাকার কাবির আলীর ছেলে ।

নিহতের বাবা কাবির আলী জানান , রোববার সকাল ৭টার দিকে  শাহ আলম ঘুম থেকে উঠে মোবাইলে গেম খেলছিলো। তখন তার মা মোবাইলটা জোর করে হাত থেকে কেড়ে নেয়। তার কিছুক্ষণ পর নিজ ঘরের স্বয়ং কক্ষে ফ্যানের সাথে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন জানতে পেরে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

গোমস্তাপুর থানার ওসি আলমাস আলী সরকার জানান,থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button