হবিগঞ্জে ৫ কোটি টাকার মাদক ধ্বংস করেছে বিজিবি
হবিগঞ্জ প্রতিনিধি
মাদক ব্যবসায়ী যত শক্তিশালীই হউক না কেন কাউকে ছাড় না দেয়ার জন্য বিজিবির প্রতি আহবান জানিয়েছেন বিমান পরিবহন ও পর্যাটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
তিনি বলেন, মাদক দেশ ও সমাজ ধ্বংস করে দিয়েছে। বিজিবি সদস্যা অত্যন্ত নিরলসভাবে কাজ করে চোরাচালান প্রতিরোধে সাহসি ভূমিকা পালন করছে। তিনি মাদক ব্যবসায়ীদের প্রতি কঠোর ব্যবস্থা গ্রহনের পাশাপাশি নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানী না হয় সেদিকে লক্ষ্য রাখার আহবান জানান।
শনিবার দুপুরে হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়ান বিজিবি আয়োজিত মাদক ধ্বংস কাযাক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
আরো পড়ুন : মেঘনায় জলদস্যুর হানা, কিশোর জেলের মরদেহ উদ্ধার
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল তুহিন মোহাম্মদ মাসুদ। স্বাগত বক্তব্য রাখেন বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়ানের অধিনায়ক সামীউন্নবী চৌধুরী। অনুষ্ঠান শেষে বিভিন্ন সময়ে উদ্ধারকৃত ৫ কোটি টাকার মাদক বোলডোজার দিয়ে ধ্বংস করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেনী পেশার উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।