“শুদ্ধাচার” শপথ গ্রহন ১২’শ বালিকার!
আলফাজ সরকার আকাশ, শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি।
স্কুল চত্বরে সারিবদ্ধ হয়ে একই সময়ে হাত তুলে ১২’শ বালিকা ভালো শিক্ষার্থী, ভালো মানুষ ও শুদ্ধাচারের শপদ নিলেন গাজীপুরের আবেদ আলী গার্লস স্কুল এন্ড কলেজের।
সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে ওই স্কুলের শিক্ষার্থী উদ্বুদ্ধকরণ শীর্ষক আলোচনা সভায় এমন শপথ গ্রহন করেন তারা।
এরআগে,সাড়ে বারোটা পর্যন্ত চলে কোয়ান্টাম ফাউন্ডেশনের মনোযোগ বৃদ্ধি শীর্ষক আলোচনা ও মেডিটেশন। দুপুর দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলে অভিভাবক সমাবেশ।
আব্দুল আউয়াল কলেজের আইসিটি বিষয়ের প্রভাষক মোহাম্মদ হাবিবুর রহমানের সঞ্চালনায় ও স্কুলের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আবদুল মালেক মাস্টারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, আবেদ আলী গার্লস স্কুল এন্ড কলেজেের অধ্যক্ষ মতিউর রহমান, গাজীপুর সদর মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এমদাদুল হক,পরিবেশবীদ খোরশেদ আলম, উপজেলা রোটারি ক্লাবের প্রেসিডেন্ট মোঃ ফিরোজ মিয়া,বিদ্যালয়ের পিটিএ-র সভাপতি আবুল কাশেম মাস্টার,কোয়ান্টাম ফাউন্ডেশনের অর্গানিয়ার এম মাকসুদ হোসাইন,আর্ডেন্টিয়ার রাশিদা রহমান প্রমূখ।
এসময় শিক্ষার্থীদের পাঠে মনোযোগ বৃদ্ধি, দেশপ্রেমে উদ্বুদ্ধকরণ, পিতা-মাতা ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধাবোধ, ইলেকট্রনিক ডিভাইস নির্ভরতা হ্রাস ও ধর্মীয় অনুশাসন মেনে চলা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।