বগুড়ায় আর্ত মানবতার সংগঠন ‘স্বর্ণগ্রাম’ এর উদ্যোগে প্রায় ৩ শতাধিক মানুষের মাঝে শারদ উপহার বিতরণ
আতিক রহমান, বগুড়া প্রতিনিধি
আসন্ন শারদীয় দুর্গাপূজা কে সামনে রেখে বগুড়ায় আর্ত মানবতার সংগঠন ‘স্বর্ণগ্রাম’ এর উদ্যোগে সোমবার বিকেলে শহরের সাবগ্রাম ব্যাডস্ পাবলিক স্কুল প্রাঙ্গণে প্রায় ৩ শতাধিক মানুষের মাঝে শারদ উপহার হিসেবে নগদ অর্থ ও নতুন বস্ত্র বিতরণ করা হয়েছে।
স্বর্ণগ্রামের প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র প্রবাসী অভিরাম রায়ের পৃষ্ঠপোষকতায় প্রধান অতিথি হিসেবে সকলের হাতে এই ভালবাসার উপহার তুলে দেন বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম।
স্বর্ণগ্রামের উপদেষ্টা ও ব্যাডস মানসিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ড. আকতারুজ্জামান সরকার মিন্টুর সভাপতিত্বে ও স্বর্ণগ্রামের সভাপতি নূর আলম সরকারের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বগুড়ার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মো: আমিনুল ইসলাম।