শেরপুরের শ্রীবরদীতে জনস্বাস্থ্য প্রকৌশলীর নবনির্মিত ভবন উদ্বোধন

রেজাউল করিম বকুল,  শেরপুর প্রতিনিধি 

শেরপুরের শ্রীবরদীতে জনস্বাস্থ্য প্রকৌশলীর নবনির্মিত ভবন উদ্বোধন, উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সংসদ সদস্য একেএম ফজলুল হক চান আনুষ্ঠানিকভাবে এ ভবন উদ্বোধন ও সম্প্রসারিত প্রশাসনিক ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য অধিদ্প্তরের জেলা নির্বাহী প্রকৌশলী মো, ছামিউল হক, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুজ্জামান, উপজেলা শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক, পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল, জেলা কৃষক লীগের সহসভাপতি সালাহ উদ্দিন সালেম, বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, আওয়ামী লীগ নেতা আমিরুল ইসলাম,  উপজেলা যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন, সাবেক উপজেলা যুবলীগের আহবায়ক জাহিদুল ইসলাম জুয়েলসহ স্থানীয় নেতৃবৃন্দ্ব।

জেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো, ছামিউল হক জানান, জনস্বাস্থ্য অধিদপ্তরের ভবনটি নির্মাণে বরাদ্দ ছিল ৩৭ লাখ টাকা। এটি ৪ তলা ফাউন্ডেশন করে ৪ কক্ষ বিশিষ্ট একতলা নির্মাণ করা হয়েছে।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button