বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সরকার বদ্ধপরিকর – আইনমন্ত্রী
মোঃ মোশারফ হোসেন কবির, আখাউড়া প্রতিনিধি
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বদ্ধপরিকর। সকালে আখড়ায় হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, “ধর্ম যার যার উৎসব সবার। আমরা বিশ্বাস করি, এদেশের সকলকে তাদের ধর্ম পালন করার অধিকার দেয়া এবং সুবিধা দেয়া সরকারের কাজ। তিনি বলেন, সেই ভাবেই এদেশের মানুষকে সুবিধা এবং অধিকার দিয়ে আসছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার”।
এসময় আখাউড়া উপজেলায় ২২টি পূজামন্ডবে নগদ আর্থিক সহযোগিতা প্রদান করেন আইনমন্ত্রী আনিসুল হক। এসময় ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মো. আনিসুর রহমান, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, কসবা সার্কেল সহকারী পুলিশ সুপার কামরুল ইসলাম, আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক পৌর মেয়র তাকজিল খলিফা কাজলসহ যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।