রাজনীতি করতে হলে গায়ের চামড়া মোটা করতে হয়:মুজিবুর রহমান চৌধুরী নিক্সন
রুবায়েত বাপ্পী, ময়মনসিংহ প্রতিনিধি
’রাজনীতি করতে হলে গায়ের চামড়া মোটা করতে হয়, আর মনটাকে বড় করতে হয়’ ময়মনসিংহে যুবলীগের প্রস্তুতি সভায় মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এই কথা বলেন ।
আগামী ১১ নভেম্বর যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে ঢাকায় যুব সমাবেশ সফল করতে ময়মনসিংহে বিভাগীয় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ৩০ অক্টোবর) নগরীর টাউনহল তারেক স্মৃতি অডিটরিয়ামে বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফাহমী গোলন্দাজ বাবেল এমপি, আনোয়ারুল আবেদীন খান তুহিন এমপি, জুয়েল আরেং এমপি, ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগ সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত সহ যুবলীগ কেন্দ্রীয় কমিটি, মহানগর, জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ।
প্রস্তুতিমূলক সভায় ১১ নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ব্যাপক নেতাকর্মীদের নিয়ে উপস্থিত থাকার প্রত্যয় ব্যাক্ত করে কেন্দ্রীয় নেতাদের আশ্বস্ত করেন স্থানীয় নেতৃবৃন্দ।
এসময় প্রধান অতিথি গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি আগামী ১১ নভেম্বর ঢাকায় যুব সমাবেশ সফল করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
প্রস্তুতি সভার সভাপতি ও যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি তার বক্তব্যে বলেন: রাজনীতি করতে হলে গায়ের চামড়া মোটা করতে হয়, আর মনটাকে বড় করতে হয়।
১১ নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে শেখ হাসিনা’র উপস্থিত থাকার কথা জানিয়ে সকলকে সমাবেশ সফল করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান নিক্সন এমপি। এ সময় বক্তব্যে ময়মনসিংহের আতিথেয়তার প্রশংসা করেন তিনি।
প্রস্তুতি মূলক সভায় যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ঢাকার যুব সমাবেশে নিজ নিজ এলাকা থেকে ট্রেন বাস সহ বিভিন্ন পরিবহনে করে ব্যাপক হারে যুবকদের নিয়ে সমাবেশ অংশ নেয়ার কথা জানান।এসময় গফরগাঁও উপজেলা যুবলীগ ঐদিন ২৫ হাজার লোক নিয়ে ঢাকার যুব সমাবেশে অংশ নেয়ার ঘোষনা দেন।