দেশের হয়ে স্বর্ণপদক অর্জন করেছেন বডিবিল্ডার রনজিৎ সরকার
সুবল রায়, দিনাজপুর প্রতিনিধি
দেশের হয়ে আবারো স্বর্ণপদক অর্জন করেছেন দেশের গর্বিত বডিবিল্ডার রনজিৎ সরকার।
গত ২৯ অক্টোবর দুবাইয়ে অনুষ্ঠিত “DUBAI MUSCLE SHOW BODYBUILDING 2022” প্রতিযোগিতায় ৭০ কেজি ওজন শ্রেণীতে স্বর্ণপদক অর্জন করেছেন এ বডিবিল্ডার।
উল্লেখ্য, বডিবিল্ডার রনজিৎ সরকার দিনাজপুরের বিরল উপজেলার ভান্ডারা গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি দিনাজপুর থেকে দেশ সেরা হওয়াসহ সিঙ্গাপুর এবং দুবাইসহ আন্তর্জাতিক অঙ্গণে বেশ কয়েকটি পদক অর্জন করেছেন।