৬৬০০ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নবীনগর প্রতিনিধি
নবীনগরে পুলিশের অভিযানে ৬৬০০ পিস ইয়াবা সহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ৬৬০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রীর নগদ অর্থ সহ রুবি আক্তার নামে এক নারী মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ।
রবিবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার কাইতলা উত্তর ইউনিয়ন নোয়াগাঁও গ্রামে অভিযান পরিচালনা করে ওই নারীকে আটক করা হয়। গ্রেফতার কৃত রুবি আক্তার ওই এলাকার মোঃ জুয়েল মিয়ার স্ত্রী।
সোমবার ( ১৪ নভেম্বর) সকালে থানা পুলিশ প্রেস কনফারেন্সের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ।
নবীনগর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম বলেন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নোয়াগাঁও গ্রামে মাদকের অভিযান পরিচালনা করে ৬৬০০ পিস ও বিক্রয়ের নগদ অর্থ সহ এক নারী কে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এবং তার স্বামী এই মাদক ব্যবসার অন্যতম হুতা,তিনি এঘটনায় পলাতক রয়েছে। তাকেও গ্রেফতার করার তৎপরতা চলছে।
এসময় উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুদ্দিন আনোয়ার, ইন্সপেক্টর তদন্ত সোহেল রানা সহ আরো অনেকেই।