সিদ্ধিরগঞ্জে কেমিক্যাল, ঝুটের গোডাউন ও দোকানে অগ্নিকাণ্ড
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় একটি কেমিক্যাল, দুটি ঝুটের গোডাউন ও একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত সাড়ে ৭ টায় অগ্নিকাণ্ডের খবরপেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানায়, হঠাৎ করে কেমিক্যালের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয় মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ ওবায়দুল ইসলাম জানান, অগ্নিকান্ডের খবরপেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরুপণ করা যায়নি তদন্তের পর বিস্তারিত বলা যাবে।