নরসিংদীতে আমন ধানের বাম্পার ফলন
নরসিংদি প্রতিনিধি
পাকা ধানের সোনালী রংয়ে মাঠ জুরে, কৃষরা খুশি নরসিংদী মাঠে এখন নতুন ধানের মৌ মৌ গন্ধ। কনকনে শীতে কৃষকরা ঘরে বসে নেই। তারা তাদের পাকা ধান কাটা এরই মধ্যে শুরু করেছে । আবহাওয়া অনুকুলে থাকায় এবার ফলন হয়েছে ভাল। নতুন ধান ঘরে তুলতে পেরে আনন্দ কৃষকরা।
আমন ধানের ভাল ফলন ও ধানের দাম ভাল পাওয়ায় এবার হাসি ফুটেছে কৃষকের মুখে। জেলায় এবার আমন ধানের লক্ষ্য মাত্রা ধরা হয়েছিল ৪০ হাজার ৯ শত ৭০ হেক্টর। বর্তমানে লক্ষ্য মাত্রা ছাড়িয়ে আবাদ করা হয়েছে ৪০ হাজার ৯ শত ৮৫ হেক্টর জমিতে। নরসিংদীতে ব্রি ধান ৭৫,ব্রি ধান ৮৭, ব্রি ধান ৪৯ আবাদ হয়েছে। এই আমন ধান কাটায় ব্যাস্ত সময় পার করছেন কৃষকরা।