দিনাজপুরে অল্পের জন্যে বেঁচে গেলো ট্রেনের অসংখ্য যাত্রীর প্রাণ
সুবল রায় : দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে অল্পের জন্যে বেঁচে গেলো অন্তনগর একতা এক্সপ্রেস ট্রেনের অসংখ্য যাত্রীর প্রাণ। এঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আলু বোঝাই একটি ইঞ্জিন চালিত ভটভটি দেড় থেকে দুইশত ফুট দূরে চতুর দিকে ছিটিয়ে ছিটিয়ে আছে। পড়ে আছে শতাধিক আলুর বস্তা।
ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় দিনাজপুরের বিরল উপজেলার ধামইর ইউনিয়নের গোবিন্দপুর রেল ক্রসিং এর মাঝে। ঘটনার সত্যতা স্বীকার করেছেন, দিনাজপুর রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত সুপার মোশাররফ হোসেন।
প্রত্যক্ষদর্শীর সাগর নামে একজন জানান, ক্রসিং পেরিয়ে কিছু দূর এগিয়ে যেতেই বিকট শব্দ পায়। পেছনে তাকিয়ে একটু এগিয়ে গিয়ে দেখি ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্তনগর ট্রেন একতা এক্সপ্রেস ট্রেনটির সাথে আলু বোঝাই ইঞ্জিন চালিত ভটভটি নসিমনের সংঘর্ষ হয়েছে। তবে, আশে পাশে কাউকেও খুঁজে পাইনি।
এলাকাবাসীরা জানান, কোন সিগন্যাল ম্যান ছাড়াই এই রেল ক্রসিং এ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে অসংখ্য মানুষ ও যানবাহন। এ ঘটনা বড় কোন দুর্ঘটনা হতে পারতো। জীবন যেতো অসংখ্য ট্রেন যাত্রীর।