আওয়ামী লীগের জন্ম হয়েছে মানুষের অধিকার আদায় আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে:শিক্ষামন্ত্রী
মোহাম্মদ সুজন,মুন্সীগঞ্জ প্রতিনিধি

এদেশে আওয়ামী লীগের জন্ম হয়েছে মানুষের অধিকার আদায় আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে: শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি
দেশের মানুষের জানমাল নিয়ে কোন রকম ছিনিমিনি খেলার অপচেষ্টা চালালে নিশ্চয়ই সরকার দেশের জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করার চেষ্টা করবে, নিয়ম তান্ত্রিক যেকোনো আন্দোলনকে আমরা স্বাগত জানাবো।
ভোট ছাড়া অতীতের মত বন্দুকের নল দেখিয়ে ক্ষমতা আসার কোন সুযোগ নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি ।
রবিবার(২৭ নভেম্বর) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইসলামপুর কামিল মাদ্রাসার নবনির্মিত ভবন উদ্বোধন এবং আলিম পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করে সিরাজদিখান উপজেলা পরিষদে এ মন্তব্য করেন তিনি।
এছাড়া আরোও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক নাহিদ রসুল, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান আল মামুন বিপিএম পিপিএম, সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, নির্বাহী কর্মকর্তা শরীফুল আলম তানভীর, সহকারি কমিশনার (ভূমি) তাসমিন আক্তার ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও মাদরাসা বোর্ডের উর্ধতনসহ অনেকে।



