নাটোরের নলডাঙ্গায় ড্রামের মধ্যে অজ্ঞাত পরিচয়ে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার
মোঃ রাশেদুল ইসলাম নাটোর
নাটোরের নলডাঙ্গা উপজেলার সেনভাগে সড়কের পাশে ড্রামের মধ্যে অজ্ঞাত পরিচয়ে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে উপজেলার সেনভাগের মফাপাড়া এলাকায় সড়কের পাশে ফেলা যাওয়া ড্রামের মধ্যে বস্তাবন্দি অবস্থায় ওই ব্যক্তির লাশ পাওয়া যায়। মৃতব্যাক্তির নাম পরিচয় জানা যায়নি।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কামাল জানান, নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের সেনভাগ মফাপাড়া এলাকার ব্রীজের কাছে সেনভাগ হতে তেলকুপি সড়কের পশ্চিম পাশে ফেলা যাওয়া একটি টিনের ড্রামের মধ্যে বস্তাবন্দি এক ব্যাক্তির মরদেহ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করা হয়। নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।ধারনা করা হচ্ছে অন্য কোথাও মেরে ড্রামের মধ্যে নিয়ে কে বা কাহারা ফেলে গেছে।
রাজশাহী বিভাগীয় সিআইডির ফরেনসিক ল্যাবের সদস্যরা এসে ড্রামের মধ্যে থেকে লাশ বের করে। লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়।