পারিবারিক কলহে স্বামীকে গরম পানি দিয়ে মুখ ঝলসে দেওয়ার অভিযোগ
আলহাজ হোসেন,কালিয়াকৈর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় মঙ্গলবার সকালে স্ত্রী মাহফুজা বেগম তার স্বামী আল আমিনকে পারিবারিক কলহের জেরে গরম পানি দিয়ে মুখ ঝলসে দিয়েছে।
এলাকা বাসী ও পরিবার সূত্রে জানা গেছে, গত কয়েক বছর আগে টাঙ্গাইল জেলার মধুপুর থানার ন্যাটামশারা এলাকা থেকে আল-আমিন তার স্ত্রীকে নিয়ে কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় কাউসারের বাসায় ভাড়া থাকতেন। তার স্ত্রী স্থানীয় কারখানায় চাকরি করেন ও আল আমিন রাজমিস্ত্রির কাজ করত। প্রায় সময় স্বামী-স্ত্রীর দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়।
মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে এক পর্যায়ে তার স্ত্রী মাহফুজা বেগম স্বামী ঘুমন্ত অবস্থায় থাকার সময় গরম পানি দিয়ে মুখ ঝলসে দেয়। এ সময় তার ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে ততক্ষণের তার স্ত্রী পালিয়ে যায়। পরে এলাকার লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।