অস্ত্র মামলায় ভারতীয় নাগরিক স্বামী-স্ত্রীর ১৭ বছরের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ অস্ত্র মামলায় দুই ভারতীয় নাগরিকের কারাদণ্ড প্রদান করেছেন আদালত। দণ্ডপ্রাপতরা সম্পর্কে  স্বামী-স্ত্রী।

বুধবার(৩০ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন।

রায়ে বলা হয় বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের পর অস্ত্র রাখার দায়ে স্ত্রী কলাবতী চৌধুরীকে ১০ বছর ও তাঁর স্বামী রামবিলাস চৌধুরীকে ৭ বছরের কারাদণ্ড আদেশ দেন আদালত।

মামলার বিবারণে বলা হয়, ২০১৯ সালের ০৬ নভেম্বর ভারতীয় সীমান্তবর্তী এলাকা চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের মহামারী গ্রাম হতে অস্ত্রসহ স্বামী-স্ত্রীকে আটক করে র‍্যাব।

এসময় তাদের কাছ থেকে আমেরিকার তৈরি একটি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলি জব্দ করে র‍্যাব সদস্যরা। পরে র‍্যাবের এসআই মো. ইউসুফ আলী ভুইয়া বাদি হয়ে ভোলাহাট থানায় মামলা দায়ের করেন। পরে ১৪ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এই রায় প্রদান করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button