আয়াতের দুই পা উদ্ধারের পর এবার মিলেছে মাথার খন্ডিত অংশ
সুমন কুমার দে, চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের ইপিজেডে অপহরণের পর খুন হওয়া পাঁচ বছর বয়সী শিশুকন্যা আয়াতের দুই পা উদ্ধারের পর এবার মিলেছে মাথার খন্ডিত অংশ।
আজ ( ০১ ডিসেম্বর) সকালে নগরীর আকমল আলী ঘাটের স্লুইসগেট এলাকা থেকে মাথাটি উদ্ধার করা হয়।
এর আগে, গতকাল বুধবার দুপুরে একই এলাকা থেকে আয়াতের খন্ডিত দুই পা উদ্ধার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গত ১৫ নভেম্বর ইপিজেড থানার বন্দরটিলার এলাকার নয়ারহাট বিদ্যুৎ অফিস এলাকার বাসা থেকে পার্শ্ববর্তী মসজিদে আরবি পড়তে যাওয়ার সময় নিখোঁজ হয় আলিনা ইসলাম আয়াত। এর পরদিন শিশুর বাবা সোহেল রানা এ ঘটনায় ইপিজেড থানায় নিখোঁজের ডায়েরি করলেও কোন হদিস মিলেনি। নিখোঁজের দশ দিনের মাথায় ২৫ নভেম্বর আবির আলী নামের এক যুবককে গ্রেপ্তারের মধ্য দিয়ে এ নিখোঁজ রহস্য উদঘাটন করে পিবিআই।
আরোও পড়ুন : চাঁপাইনবাবগঞ্জে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
একইসঙ্গে গ্রেপ্তার আবির আলী স্বীকারও করেন মুক্তিপণ দাবির জন্যই আবির আলী তার বাড়িওয়ালার নাতনিকে অপহরণ করে। মেয়েটি চিৎকার করায় তাকে শ্বাসরোধ করে হত্যা করে এবং পরে লাশ গুম করতে আয়াতকে ছয় টুকরো করে সাগরে ভাসিয়ে দেয়। বিষয়টি নিশ্চিত করে পিবিআই চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার নাইমা সুলতানা। গ্রেফতার করা হয়েছে খুনি আবিরের মা-বাবা ও বোনকে।