আওয়ামী লীগের সম্মেলনে জনস্রোত
রেযা খান
আওয়ামী লীগের সভাপতি হিসেবে শেখ হাসিনার বিকল্প নেই বলে মনে করছেন সম্মেলনে যোগ দেয়া নেতাকর্মীরা। শুধু আওয়ামী লীগ নয়,বাংলাদেশকে নেতৃত্ব দেয়ার ক্ষেত্রেও শেখ হাসিনার বিকল্প কেবল তিনিই। সম্মেলনের মাধ্যমে নেতাকর্মীরা নতুন করে উজ্জীবিত হবে বলে মনে করছেন সবাই।
আজ শনিবার (২৪ ডিসেম্বর) সকাল থেকে দলে দলে নেতাকর্মীরা আসতে শুরু করেন সম্মেলনস্থল সোহরাওয়ার্দী উদ্যানের দিকে। সবার কণ্ঠেই ছিল জয় বাংলা ধ্বনি। তরুণ প্রজন্ম থেকে সবার কথায় ছিল নতুন শক্তিতে আওয়ামী লীগ আরো সুসংগঠিত হবে এই সম্মেলনের মাধ্যমে।
শিখা চিরন্তণের ভিআইপি গেট দিয়ে একে একে মন্ত্রী পরিষদের সদস্য,বিদেশী কূটনীতিক ও অন্যরা প্রবেশ করেন। সবার মুখে ছিল একই ধ্বনি- শেখ হাসিনাই আবারো হাল ধরবেন আওয়ামী লীগের।
নতুন ও প্রবীণ প্রজন্মের নেতারা অসাম্প্রদায়িক চেতনায় উন্নত বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার আহ্বান জানান।
বেলা ১০ টার পর শিখা চিরন্তণের ভিআইপি গেট দিয়ে সম্মেলনস্থলে প্রবেশ করেন দলের সভাপতি শেখ হাসিনা। স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে শেখ হাসিনার হাত ধরেই এ সম্মেলন থেকে নতুন নেতৃত্ব বেছে নেবে আওয়ামী লীগ।