পরকীয়া প্রেমের জের ধরে জোড়া খুন, প্রধান আসামিকে মৃত্যুদণ্ডাদেশ
তাওহীদ হোসেন মিঠু, কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় পরকীয়া প্রেমের জের ধরে জোড়া খুন, প্রধান আসামিকে মৃত্যুদণ্ডাদেশ ও অপর আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ
কুমিল্লায় জোড়া খুনের মামলার প্রধান আসামি ইয়াসমিন আক্তারকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ ও অপর আসামি মাজেদা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতে বিচারক রোজিনা খান এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামিগণ আদালতে উপস্থিত ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, পরকীয়া প্রেমের জের ধরে আসামি ইয়াসমিন তার প্রবাসী স্বামী বাবুল হোসেন ও তার পরিবারের সদস্যদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে থাকতো। এই ক্ষোভের জের ধরে প্রধান আসামি ইয়াসমিন ও তার সহযোগী চাচী শাশুড়ী মাজেদা বেগম ২০১৪ সালের ২১ই এপ্রিল সকালে প্রথমে স্বামী বাবুল হোসেনের বড় ভাই বিল্লাল হোসেনের ছেলে ইয়াছিন আরাফাতকে লাজৈর গ্রামের ভুট্টা ক্ষেতে নিয়ে ধারালো ছুরি দিয়ে জবাই করে হত্যা করে।
পরে আসামি ইয়াসমিন তার চাচা শশুর শাহআলম মিয়ার ছেলে জসিমকে গলায় চাপ দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে কচুরিপানা দিয়ে ঢেকে দেয়। এই ঘটনা দেখে ফেলে পরিবারের অন্য সদস্য সিয়াম । পরে সিয়াম এসে বাড়িতে সবাইকে বললে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা ইয়াসমিনকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে আসামীকে নিয়ে লাশ উদ্ধার করে আসামিকে থানায় নিয়ে যায়।
এই ঘটনায় বিল্লাল হোসেন বাদী হয়ে মুরাদনগর থানায় মামলা দায়ের করেন। ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহনের পর আদালত প্রধান আসামি ইয়াসমিনকে মৃত্যুদণ্ডাদেশ ও তার সহযোগী চাচী শাশুড়ী মাজেদা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন । প্রধান আসামি ইয়াসমিন আক্তার মুরাদনগর উপজেলার লাজৈর গ্রামের বাবুল হোসেনের স্ত্রী।