নির্মাণাধীন কারখানার লোহার রডে বিদ্যুৎস্পর্শে ৩ শ্রমিকের মৃত্যু!
আলফাজ সরকার আকাশ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে নির্মাণাধীন কারখানায় লোহার রড তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ৩ জনই দৈনিক হাজিরায় কাজ করতো।
বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল পৌনে নয়টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া গ্রামের আরমাদা স্পিনিং মিলস্ লিমিটেড গ্রুপের নবনির্মিত স্কাইনিস নামক কারখানায় এ ঘটনা ঘটে।
নিহত নির্মাণ শ্রমিকরা হলেন, নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার চরকচ্ছপিয়া গ্রামের আজাদ হোসেনের ছেলে প্রিয়াস (২২) একই উপজেলার বেলাল সওদাগর এর ছেলে পাভেল (২৫) ও জামালপুর জেলার মনোয়ার হোসেন (২৮)। তাঁরা সবাই নির্মাণ শ্রমিক। মনোয়ার হোসেনের বিস্তারিত পাওয়া যায়নি।
ঠিকাদারি প্রতিষ্ঠান দায়িত্বে থাকা ইব্রাহিম খান বলেন, এই কারখানায় তার অধিনে ৬০ জন নির্মাণ শ্রমিক কাজ করছে।আজ সকালে লোহার রড চারতলা ভবনের ছাদে উঠানোর কাজ করছিল কয়েকজন। এ-সময় বিদ্যুৎ সঞ্চলন লাইনের সঙ্গে লোহার রডের সংস্পর্শে আগুনের সূত্রপাত হয়ে তিনজন বিদ্যুৎ পৃষ্ঠ হয়।
শ্রীপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান , খবর পেয়ে সোয়া ৯টার দিকে ঘটনাস্থলে পৌছে তিনজন নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ঠিক কতজন আহত হয়েছে তা জানতে পারিনি। তাদের শরীর জ্বলসে গিয়ে মারা গেছে।
আরোও পড়ুন : ছেলের মৃত্যু সইতে না পেরে মায়ের আত্মহত্যা
আরমাদা স্পিনিং মিলস্ লিমিটেড মানবসম্পদ কর্মকর্তা শাহিনুর রহমান বলেন, রড উঠানোর সময় বিদুৎ পৃষ্ঠ হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে আমি কারখানায় গিয়ে স্থানীয় পুলিশ প্রশাসনকে খবর দিয়েছি।
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মাওনা জোনাল অফিসের ডিজিএম আহমদ শাহ আল জাবের জানান, পৌনে নয়টার দিকে হঠাৎ আমাদের দক্ষিন পাশের সম্পুর্ন লাইন বন্ধ হয়ে যায়। পরে খবর নিয়ে ওই কারখানায় বিদ্যুৎ স্পর্শে আগুনের খবর পাই। সেখানে আমাদের লোক পাঠিয়েছি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান মনির মোহনা টেলিভিশন অনলাইনকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এবিষয়ে পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।