ঈদের দিন ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় জীবনের মৃত্যু!
আলফাজ সরকার আকাশ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরে ঈদের দিন ঘুরতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে জীবন হোসেন নামের এক আরোহী বন্ধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক আরেক বন্ধুর। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) অমল বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার (২২ এপ্রিল) দুপুর বারোটার দিকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার সময় মারা যান জীবন। এরআগে, কালিয়াকৈর-শ্রীপুর সড়কের ফুলবাড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জীবন হোসেন (২৩) গাজীপুর জেলার জয়দেবপুর থানার পিরুজালী গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নিহত জীবনের চাচা জুয়েল রানা জানান, ঈদ উপলক্ষে দুই বন্ধু মিলে গাজীপুরের হোতাপাড়া থেকে কালিয়াকৈরের ফুলবাড়িয়ায় ঘুরতে গিয়েছিল। সেখানে যাওয়ার পথে দ্রুত গতিতে মোটরসাইকেল চালাচ্ছিল। ফুলবাড়িয়া আতাব আলীর মোড়ে পৌঁছালে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে জীবন ও তার বন্ধু ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শ্রীপুরের মাওনা চৌরাস্তার একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখান থেকে জীবনকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সুদীপ চক্রবর্তী জানান, হাসপাতালে মৃত অবস্থায় জীবনকে আনা হয়েছে। রাস্তায় ছিটকে পড়ায় তার বুকে আঘাত লাগে। আমরা পুলিশকে খবর দিয়েছি।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) অমল মোহনা টেলিভিশন অনলাইনকে জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে জীবনের লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং উর্ধতন কর্মকর্তাদের সিদ্ধান্তে পরবর্তী আইনগত পদক্ষেপ চলমান।