পটুয়াখালীতে বরযাত্রীর ট্রলার ডুবির ঘটনায় ৩ জনের লাশ উদ্ধার
পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর দশমিনায় বরযাত্রীর ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ চার জনের মধ্যে তিন জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
আজ রবিবার (৩০ এপ্রিল) সকালে তেতুলিয়া নদীর পাতার চর এলাকা থেকে বর রাব্বি হাওলাদার (২২) ও তার মা সেলিনা বেগমের (৪৫) লাশ উদ্ধার করা হয়। সকাল সাড়ে দশটার দিকে বন্যাতলী এলাকা থেকে ফুফাতো বোন খাদিজার (৭) লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে উপজেলার রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের মনির হাওলাদরের ছেলে রাব্বির সঙ্গে উত্তর শাহজালাল গ্রামের হুমায়ুন কবিরের মেয়ে সুমাইয়ার বিয়ে হয়। বিকাল চারটার দিকে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে সেখান থেকে বরযাত্রীর ট্রলার আউলিয়াপুরের উদ্দেশ্যে রওয়ানা দেয়। এসময় তেতুলিয়া নদীর চর আপতি এলাকায় পৌছলে ঝড়ের কবলে পরে ২০ জন বরযাত্রী সহ ট্রলারটি ডুবে যায়। তাৎক্ষনিক ১৫ জন সাঁতরে তীরে উঠলেও নিখোজ হয় বর রাব্বী, তার মা সেলিনা বেগম, ফুফু লিপি বেগম, ফুফাতো বোন খাদিজা ও ফুফাতো বোন মারিয়া। পরে স্থানীয়রা ওই দিনই ফুফু লিপি বেগমের ভাসমান লাশ উদ্ধার করে। বর্তমানে নিখোজ শিশু মারিয়ার লাশ উদ্ধারে তৃতীয় দিনের মতো অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।
দশমিনা থানার ওসি মেহেদী হাসান জানান, এ পর্যন্ত ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।