ময়মনসিংহে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির পলাতক জঙ্গিকে আটক করেছে র্যাব-১৪
রুবায়েত বাপ্পী, ময়মনসিংহ ব্যুরো
২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশের ন্যায় ময়মনসিংহে বোমা হামলা মামলার চার্জশিট ভুক্ত পলাতক আসামী জেএমবি নেতা আজিজুল হক গোলাপকে আটক করেছে র্যাব- ১৪। জেলার ভালুকা উপজেলা সদর থেকে তাকে আটক করা হয়।
আটককৃত জঙ্গি গোলাপ জেলার গৌরীপুর উপজেলার তাতিপায়া এলাকার মৃত রুস্তম আলী মাস্টারের ছেলে। গোলাপ জঙ্গি নেতা শায়খ আব্দুর রহমান ও সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইয়ের সহযোগী ও তাদের সাথে একই মামলার চার্জশিট ভুক্ত আসামী।
মঙ্গলবার (০৯ মে) সকালে র্যাব ১৪’র ময়মনসিংহ সদরদপ্তরে সাংবাদিক সম্মেলনে এসব জানান র্যাব ১৪ এর অধিনায়ক মহিবুল ইসলাম খান।
র্যাব জানায়, ময়মনসিংহের বোমা হামলা মামলার চার্জশিট ভুক্ত আসামী গোলাপ দীর্ঘ ১৮ বছর আত্মগোপনে ছিলো, পরিচয় ঠিক রেখেই ঢাকার স্বনামধন্য একটি ফ্যাশন হাউজে ম্যানেজার পদে চাকুরী করতো, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল ভালুকা সদর থেকে তাকে আটক করেন। এ সময় জঙ্গি সংগঠনের বিভিন্ন তথ্য তুলে ধরে তিনি বলেন, জঙ্গি ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।