ফরিদপুরের সদরপুর উপজেলার জমাদারডাঙ্গী এলাকায় একটি নির্মাণাধীন ব্রীজের কাজ করার সময় ব্রিজের মাটি ধ্বসে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। আর এই ঘটনায় আহত হয়েছে চারজন। ফরিদপুরের সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আহসান মাহমুদ রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন। দুপুর একটার দিকে এই ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন ফরিদপুর সদর উপজেলার কবিরপুর এলাকার মোঃ অন্তর(২০), কুজুকদিয়া এলাকার জুলহাস মীর(২৪) ও বাগেরহাট জেলার উদয়পুর গ্রামের মোঃ জাবের(২৮)। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফের ভাইয়ের ঠিকাদারি প্রতিষ্ঠান সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের জমাদার ডাঙ্গী এলাকায় একটি ব্রিজের কাজ করছিলো। এ সময় ব্রিজের শ্রমিকরা ব্রিজের ক্যাপের রডস বাধায়ের কাজ করার সময় ব্রিজের পাশে থাকা মাটির স্তুপ থেকে মাটি ভেঙে পড়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আর এ ঘটনায় আহত হয় চারজন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
ঘটনার পরেই খবর পেয়ে সদরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজে অংশ নেয়। এ সময় মাটি সরিয়ে তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়। বাকিদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে সদরপুর উপজেলা নির্বাহী মোঃ আহসান মাহমুদ রাসেল বলেন, আমরা খবর পাওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করি। বিষয়টি খুবই মর্মাহত বলে তিনি জানান। তবে এ কাজে কোন ত্রুটি কিংবা কোন বিষয় থেকে থাকলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।