ফেসবুকে প্রেম করার পর ভারতীয় এক তরুণী এসেছেন সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। নাইসা মল্লিক (২৬) নামের ওই তরুণী উল্লাপাড়ায় এসে তাঁর প্রেমিক জুয়েল সরকারকে (২৪) বিয়ে করেছেন। নাইসা ভারতের হাওড়া জেলার দশনগর থানার ধারসা ছোট মল্লিকপাড়ার খায়রুল আলম মল্লিকের মেয়ে। আর প্রেমিক জুয়েল উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ী গ্রামের ইরান সরকারের ছেলে।
ভারতীয় তরুণী নাইসা মল্লিক জানান, ফেসবুকে পরিচয়ের সুবাদে দেড় বছর আগে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরিবারকে জানালে তারা বিয়ে দিতে অস্বীকার করেন। এ কারনে বৈধ পাসপোর্টের মাধ্যমে বেনাপোল সীমান্ত দিয়ে বুধবার (৩১ মে) সে উল্লাপাড়ায় প্রেমিক জুয়েল সরকারের বাড়িতে চলে আসেন। বৃহস্পতিবার তাদের বিয়ে হয়েছে। পছন্দের মানুষকে বিয়ে করে অনেক সুখে আছেন বলেও জানান তিনি।
ভারতীয় প্রেমিকাকে বিয়ে করতে পেরে তাঁর প্রেম সার্থক হয়েছে জানিয়ে নতুন বধুকে নিয়ে সুখেই আছেন বলে জানিয়েছেন বর জুয়েল সরকার।
এ বিষয়ে জুয়েল সরকারের বাবা ইরান সরকার বলেন, ভারতীয় তরুণীর সঙ্গে ছেলে জুয়েল ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়েছিল। বিয়ের দাবী নিয়ে ওই মেয়ে বাড়িতে আসার পর স্থানীয়দের সহযোগিতায় এবং ছেলে-মেয়ে উভয়ের সম্মতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। আদালতের মাধ্যমে এফিডেফিটও করা হয়েছে। বর্তমানে তারা সুখে-শান্তিতে সংসার করছে।