প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির মামলায় রাজশাহী বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদকে ফরিদপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হয়। কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যদিয়ে আজ বেলা ১১টার দিকে পুলিশের একটি ভ্যানে করে তাকে আদালতে আনা হয়।
উভয় পক্ষের আইনজীবির শুনানী শেষে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ১নং আমলী আাদলতের বিচারক আবু সাঈদ চাঁদের জমিন না মঞ্জুর করে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করে। পরে তাকে পুলিশী প্রহরায় ফরিদপুর কারাগারে পাঠানো হয়।
এদিকে, আবু সাঈদ চাঁদকে ফরিদপুরে আনার খবরে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা সকাল থেকেই আদালত চত্বরে উপস্থিত থেকে বিক্ষোভ প্রদর্শন করে। এসময় তারা আবু সাঈদের কঠোর বিচারের দাবী জানান। পরে আবু সাঈদ চাঁদের কুশপুতুল দাহ করা হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ এসময় বক্তব্য রাখেন।
গত ২৩ মে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ায় আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে মানহানি ও ডিজিটাল নিরাপত্তা আইনে ফরিদপুরের আদালতে মামলাটি দায়ের করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। এ মামলার পরবর্তী শুনানীর তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৩ জুলাই।