সংবাদ সারাদেশ

সিরাজগঞ্জে বাবা-ছেলে হত্যা মামলার ৪ আসামী কারাগারে

জুবায়েল হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামে বাবা-ছেলে হত্যা মামলার ৪ আসামীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ বুধবার (০৭ জুন) বেলা সাড়ে ১১টার দিকে চার আসামী আইনজীবীর মাধ্যমে সিরাজগঞ্জ উল্লাপাড়া আমলী আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। জামিন শুনানী শেষে বিচারক বিল্লাল হোসেন তাদের কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

এর আগে আসামীরা হাইকোর্ট থেকে দুই সাপ্তাহের আগাম জামিন নেন। গত ৫ এপ্রিল তাদের জামিনের মেয়াদ শেষ হলে আজ তারা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।আসামীরা হলেন, বাবা-ছেলে হত্যা মামলার প্রধান আসামী ঠান্ডু মোল্লা, চাঁদ মোল্লা, আনছার আলী ও রুহুল আমীন।

প্রসঙ্গত, গত ২৩ এপ্রিল উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামের মসজিদের পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ওয়ার্ড কৃষকলীগ নেতা জামাল উদ্দিন প্রামানিক নিহত হয়। এসময় নিহত জামাল উদ্দিন প্রামানিকের বাবা মসজিদের মোয়াজ্জিন মোশারফ প্রামানিক সহ অন্তত ১০ জন আহত হয়। গত ২৮ এপ্রিল বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় মোয়াজ্জিন মোশারফ প্রামানিকের মৃত্যু হয়।

এঘটনায় নিহত মোয়াজ্জিন মোশারফ প্রামানিকের ছেলে ও মোহনপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি বাবলু হোসেন বাদী হয়ে ৪৪ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো ১৫ জনকে আসামী করে উল্লাপাড়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় আজ চার আসামীকে কারাগারে পাঠালো আদালত।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button