প্রধানমন্ত্রীর ছবির সাথে ফরিদপুর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট জামাল হোসেনের ছবি এডিট করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবার অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
রবিবার রাতে নগরকান্দা থানা পুলিশ মোঃ হোসেন আলী নামের ঐ যুবককে গ্রেফতার করে। সোমবার দুপুরে ফরিদপুর আদালতের মাধ্যমে মোঃ হোসেন আলীকে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, সালথা উপজেলার নান্নু ফকিরের ছেলে মোঃ হোসেন আলী নামের এক যুবক তার ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীর ছবির সাথে আওয়ামী লীগ নেতা জামাল হোসেনের ছবি এডিট করে তা প্রচার করে। এ ঘটনা জানতে পেরে ২৫ জুন জামাল হোসেন মিয়া ফরিদপুর ম্যাজিষ্ট্রেট ৪নং আমলী আদালতে একটি মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালতের বিচারক মোহাম্মদ নাসিম মাহমুদ মামলাটি নথিভুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নগরকান্দা থানাকে নির্দেশ দেন। নগরকান্দা থানা পুলিশ অভিযুক্ত হোসেন আলীকে গ্রেফতার করে।
মামলার বাদি জামাল হোসেন জানান, সামাজিক ও রাজনৈতিক ভাবে তাকে হেয় করতে উদ্দেশ্যমূলকভাবে প্রধানমন্ত্রীর ছবির সাথে তার ছবি এডিট করে বসানো হয়েছে। এ ঘটনায় তিনিসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা ক্ষুব্দ হয়েছেন।
নগরকান্দা থানার ওসি মিরাজ হোসেন জানান, অভিযুক্ত আসামীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।