ফরিদপুরের নগরকান্দা উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ সরকারি ঘর দেওয়ার কথা বলে বিভিন্ন মানুষের কাছ থেকে নেওয়া অর্থ আত্মসাতের ঘটনায় তাকে সাময়িক বহিস্কার করা হয়।
গত (২৭জুন) মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এ দুর্নীতির বিষয়ে গত ১৮ জুন বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের পর পরই এ সিদ্ধান্ত নিলো কতৃপক্ষ।
অভিযোগ উঠেছে সমাজ সেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ ও তার পরিবারের যোগসাজশে বিভিন্ন মানুষের কাছ থেকে ভাতা ও সরকারি ঘর দেওয়ার কথা বলে বিরানব্বই লক্ষ সাতাত্তর হাজার ছয়শত পনের টাকা আত্মসাৎ করা হয়।মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন, জেলা সমাজসেবা কর্মকর্তা এ এস এম আলী আহসান।