ময়মনসিংহে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ২৮ বছর পর র্যাবের হাতে আটক
রুবায়েত বাপ্পী, ময়মনসিংহ ব্যুরো
ময়মনসিংহে ২৮ বছর পর চাচা হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ভাতিজাকে আটক করেছে র্যাব-১৪
১৯৯৫ সালে ময়মনসিংহের ভালুকায় চাঞ্চল্যকর কালু ফকির হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী শাহজাহান ফকির (৬৫) আটক করেছে র্যাব-১৪। সে ভালুকা উপজেলার চান্দরাটি এলাকার মৃত ফালু ফকিরের ছেলে। সকালে গফরগাঁও থানাধীন কুর্শাপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
র্যাব-১৪ এর সিনিয়র সহকারী পরিচালক আনোয়ার হোসেন জানান, মামলা সূত্রে জানাযায় আটক শাহজাহান ফকির সহ সঙ্গীয়রা জমিজমার বিরোধের জেরে ১৯৯৫ সালের ১৮ জুলাই সকালে হত্যার বলি কালু ফকির(৫০) চান্দরাটি বাজার থেকে বাড়ীর উদ্দেশ্যে ফেরার পথে ভালুকা উপজেলার বিরুনীয়া ইউনিয়নের চান্দরাটি এলাকায় হামলার স্বীকার হন। হামলায় কালু ফকির ঘটনাস্থলেই নিহত হন।
এ ঘটনায় নিহতের স্ত্রী মোছাঃ রোকেয়া খাতুন (৩৮) বাদী হয়ে শাহজাহান ফকির’সহ আরো ০৮ জনের বিরুদ্ধে ময়মনসিংহের ভালুকা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ শুনানির পর চলতি বছরের ১৩ জুন উক্ত মামলার আসামী মোঃ শাহজাহান ফকির, মোঃ আনিস, মোঃ আলমদেরকে বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন এবং অপর ০৬ আসামীকে খালাস প্রদান করেন। বাদী ও বিবাদীরা ওয়ারিশান নিকটাত্মীয় চাচা-ভাতিজা ছিলেন।
হত্যাকান্ডের ঘটনার পর থেকেই আসামী মোঃ শাহজাহান ফকির (৬৫) গ্রেফতার এড়াতে ২৮ বছর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
গ্রেফতারকৃত আসামীকে ময়মনসিংহের ভালুকা থানায় হস্তান্তর করা হয়েছে।